পুষ্প পুজা

বন্ন গন্ধ গুণ যুত কুসুম প্রদানে,
পুজেতেছি পুজিতেছি বুদ্ধ ভগবানে।
এই পুষ্প এ ক্ষণ সুন্দর বরণ,
মনোরম গন্ধ তার সুন্দর গঠন।
কিন্তু  শীঘ্রই বর্ণ তার হইবে মলিন,
দুর্গন্ধ দুগঠন অনিত্য বিলিন।
এই রুপ জড়াজড়  সকলি অনিত্য।
সকলি দুঃখের হেতু সকলি অনাত্ব,
এই বন্দনা, এই পুজা, এই জ্ঞান প্রভায়।
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ, ক্ষয় যেন পায়।

No comments:

Post a Comment