উপগুপ্ত ভান্তে বন্দনা (বাংলা)

উপগুপ্ত মহাথের ঋদ্ধি শ্রেষ্ঠ আর
তাহাকে বন্দনা করি সদা বারংবার
তাহার সম মার বিজয়ী অন্য নাহি আর
তৃষ্ণা ক্ষয় করে তিনি এই ভব পার।।
তাহার প্রভাবে আমার মার জয় হোক
ইহ পরলোকে যেন নাহি পাই শোক ।
ভক্তি ভরে দিয়ে সদা করি শত প্রনতি,
আমার কল্যাণ হোক প্রভু কৃপা কর অতি।
সমুদ্রের গর্ভে তুমি আছ বলে শুনি
নত শিরে প্রার্থনা করি তোমার চরণধূলি।।

No comments:

Post a Comment