জযমঙ্গল অট্ঠ গাথা

জযমঙ্গল অট্ঠ গাথাঃ

১।    বাহুং সহস্সমভিনিম্মিত সাযুধন্তং,
গিরিমেখলং উদিত ঘোর-সসেন- মারং।
দানাদি ধম্ম বিধিনা জিতবা মুনিন্দো,
তন্তেজসা ভবতু তে জযমঙ্গলানি।
২।    মারাতিরেকমভিযুজ্ঝিত সব্বরত্তিং,
ঘোরম্পনালবক মক্খমথদ্ধযক্খং।
খন্তী-সুদন্ত বিধিনা জিতবা মুনিন্দো,
তন্তেজসা ভবতু তে জযমঙ্গলানি।
৩।    নালাগিরিং গজবরং অতিমত্তভূতং,
দাব¹ি চক্কমসনীব সুদারুণন্তং।
মেত্তম্বুসেকবিধিনা জিতবা মুনিন্দো,
তন্তেজসা ভবতু তে জযমঙ্গলানি।
৪ ।    উক্খিত্তখ¹মতিহত্থ- সুদারুণন্তং,
ধাবন্তিযোজনপথ’ঙ্গুলিমালবন্তং।
ইদ্ধিভিসংখতমনো জিতবা মুনিন্দো,
তন্তেজসা ভবতু তে জযমঙ্গলানি।
৫।    কত্বান কট্ঠমুদরং ইব গব্ভিণীযা,
চিঞ্চায দুট্ঠবচনং জনকাযমজ্ঝে।
সন্তেন সোমবিধিনা জিতবা মুনিন্দো,
তন্তেজসা ভবতু তে জযমঙ্গলানি।
৬।    সচ্চং বিহায মতিসচ্চকবাদকেতুং,
বাদাভিরোপিতমানং অতি অন্ধভূতং।
পঞ্ঞাপদীপজলিতো জিতবা মুনিন্দো,
তন্তেজসা ভবতু তে জযমঙ্গলানি।
৭।    নন্দোপনন্দভুজগং  বিবুধং মহিদ্ধিং,
পুত্তেন থেরভুজগেন দমাপযন্তো।
ইদ্ধূপদেস বিধিনা জিতবা মুনিন্দো,
তন্তেজসা ভবতু তে জযমঙ্গলানি।
৮।    দু¹াহদিট্ঠি ভুজগেন সুদট্ঠহত্থং,
ব্রহ্মং বিসুদ্ধি জুতি মিদ্ধি বকাভিধানং।
ঞাণাগদেন বিধিনা জিতবা মুনিন্দো,
তন্তেজসা ভবতু তে জযমঙ্গলানি।
৯।    এতাপি বুদ্ধ-জযমঙ্গল অট্ঠ গাথা,
যো বাচকো দিনে দিনে সরতে মতন্দি।
হিত্বান’নেক বিবিধানি চুপদ্দবানি,
মোক্খং সুখং অধিগমেয্য নরো সপঞ্ঞো’তি।


ভিডিও লিঙ্ক


বিস্তারিতঃ

জয়া মঙ্গল গাথা হল বুদ্ধ দ্বারা ঘোষিত গাথা যা  অশুভ শক্তি নষ্ট করে শুভ জন্ম শক্তি আহবান করে।
এটি দ্বারা  বুদ্ধ ৮ টি  বিজয় পেয়ে ছিলেন।

1) মার উপর বিজয়
2) আলভাক অসুরের উপর বিজয়
3) বন্য হাতি নালাগিরির উপরে বিজয়
4) অ্যাঙ্গুলিমালার উপরে বিজয়
5) সিনকা ও  তার দুষ্ট উদ্দেশ্যগুলির উপর বিজয়
6) অহঙ্কারী ব্রাহ্মণ স্যাকাকার উপর বিজয়
7) সর্পরাজ নন্দোপানন্দের উপরে বিজয়
8) ব্রহ্ম বাকার মিথ্যা দৃষ্টিভঙ্গির উপর বিজয়

বলা হয় যে এই শ্লোক যদি পরিষ্কার ও শুদ্ধ অভিপ্রায় জপ করা হয় তবে সে আশেপাশের সকল বিপদ থেকে রক্ষা পান।

এখানে পালি উচ্চারণ অনুকরণীয় এবং এটি খুঁজে পাওয়া কঠিন।




No comments:

Post a Comment