প্রব্রজ্যা প্রার্থনা

"ওকাস অহং ভন্তে পববজং যাচামি"

ভিক্ষুর হস্তে ত্রিচীবর প্রদান।
...
ভন্তে, সর্ববিধ দুখ হতে মুক্তি ও নির্বাণ প্রত্যক্ষ করবার উদ্দেশ্যে অনুগ্রহ পূর্বক এ কাষায় বস্ত্র গ্রহণ করে আমাকে প্রব্রজ্যা প্রদান করুণ। দ্বিতীয় বার...। তৃতীয়
বার...।

দশশীল :
১, পাণাতিপাতা, ২. অদিন্নদানা.. ৩. অব্রহ্মচরিয়া... ৪. মুসাবাদা... ৫. সুরামেরেয়.... ৬. বিকাল ভোজনা.... ৭. নচ্চ-গীত-বাদিত........
৮.মালা-গন্ধ বিলেপন... বিভূসনটঠানা........
৯. উচ্চসয়ন - মহাসয়ন....
১০. সোনা রুপা মুদ্র গ্রহণ থেকে বিরতি এই শিক্ষার শপথ করছি। ( জাতরুপ-রজত,পটিগগহণা বেরমণী সিকখাপদং।

No comments:

Post a Comment